Joy Joy Durga Maa (জয় জয় দূর্গা মা) | New Puja Songs

image

Joy Joy Durga Maa New Puja Songs 2024 info :

Song Name : Joy Joy Durga Maa

Singer :Akriri Kakar

Music : Dabbu

Lyrics :Raja Chanda

Filmed by : Aditya Paul

Music On : T-Series 

Joy Joy Durga Maa New  Puja Songs  :

ওই শরৎ আকাশ পুজোর আভাস

কাশের দোলায় মন নেচে ওঠে,

এই পুজোর কদিন, প্রেমের সিজিন

ঘুরবো অলগলি পায়ে হেঁটে।


ঠাকুর দেখতে যাওয়া, ফুচকা খাওয়া

নাচে গানে জমিয়ে প্যান্ডেলে,

জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে

যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে,

জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে

যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে।


ও মায়েরই আরতি, মনে আজ মিনতী

উলুতে শঙ্খতে আজ আগমনীর সুর,

তোমার ওই রূপে মা, কি দেবো উপমা

চরণে আলতা রাঙা কপালে সিঁদুর,

মায়ের আশীষ নিতে, অঞ্জলিতে

ধুনুচি নাচে কমর দোলে।


জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে

যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে,

জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে

যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে।


ও তোমাকে পাওয়াতে, আলতো ছোঁয়াতে

এ শুভ শারদীয়ায় খুশির ঝলক,

জানিনা কি সুখে, দুরুদুরু এ বুকে

চোখে চোখে রেখেছি তাই পড়েনা পলক,

নতুন জীবন জুড়ে হৈহুল্লোড়ে

মনে আজ তুফানী ঝড় তোলে।


জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে

যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে,

জয় জয় দূর্গা মা বলো সবাই ঢাকের বোলে

যেন বছরভর থাকি আমার উমা মায়ের কোলে।

 Other Lyrics 


joy joy durga maa,durga puja,durga maa,durga puja song,joy maa durga,durga puja songs,durga maa song,joy joy durga maa lyrics,joy joy durga maa song,maa durga,durga puja lyrics,maa durga song,durga,durga maa songs,maa durga songs,joy joy durga maa dance,joy joy durga ma,joy maa durga songs,durge durge durgatinashini lyrics,lyrics of durge durge durgatinashini,durge durge durgatinashini with lyrics,durge durge durgatinashini song lyrics.

Post a Comment

0 Comments